করোনায় মৃত্যুহীন দিন, দুই বছর পর সর্বনিম্ন শনাক্ত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০৪:৪৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৪:৪৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি দেশে। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। দেশে করোনা সংক্রমণের পর ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত ছিলেন ২৩ জন। এরপর এত কম রোগী আর পাওয়া যায়নি। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ।