ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ঘটনাস্থল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৬:১৯ | আপডেট: ১৩ মে ২০২২ | ০৬:১৯

রাজশাহীর গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক গোদাগাড়ীর বসন্তপুরে পৌঁছালে রাজশাহীর দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে একটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং আরেকটির সঙ্গে সাইড দিয়ে লেগে যায়।

সরাসরি সংঘর্ষ লাগা মোটরসাইকেলটির দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলে থাকা দুই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

×