দেশে ভারী বর্ষণের পূর্বাভাস

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২২ | ২৩:৫০ | আপডেট: ১৩ মে ২০২২ | ২৩:৫০
পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদূরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ওই লঘুচাপের প্রভাবে দেশে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃ্ষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণ হতে পারে।
আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।
শনিবার ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।;যা অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
- বিষয় :
- আবহাওয়া অধিদপ্তর
- ভারী বর্ষণ
- পশ্চিমা লঘুচাপ