করোনাভাইরাস: ৫৭ জেলায় কোনো রোগী নেই

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৪:৪৬ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৮:৩২
গত একদিনে দেশের ৫৭ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।
গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৬ জন, ফরিদপুর, নারায়নগঞ্জ ও টাঙ্গাইলে ১ জন করে রোগী শনাক্ত হয়েছে। এর বাইরে চট্টগ্রাম, ঠাকুরগাঁও ও সিলেটে ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৭ দিন ধরে করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ। এ পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হল।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জনে পৌঁছাল।
গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।
- বিষয় :
- স্বাস্থ্য অধিদপ্তর
- করোনাভাইরাস