ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

এনামুল বাছিরের সাজা বাড়াতে হাইকোর্টের রুল

এনামুল বাছিরের সাজা বাড়াতে হাইকোর্টের রুল

খন্দকার এনামুল বাছির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৬:১০ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৬:১১

ঘুষ লেনদেনের মামলায় অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। 

এর আগে সোমবার এনামুল বাছিরের সাজা বৃদ্ধি চেয়ে রিভিশন আবেদন করে দুদক।

২০১৯ সালের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। পরে বহুল আলোচিত এই ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ওই বছরের ১৬ জুলাই ডিআইজি মিজানসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এর পর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। অপরদিকে দুর্নীতির মামলায় ডিআইজি মিজানকেও গ্রেপ্তার করা হয়। তারা এখনও কারাগারে। 

এর মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি এ মামলায় রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে অর্থপাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিজানুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। তবে ঘুষ লেনদেনের ঘটনায় করা মামলায় ডিআইজি মিজানকে তিন বছরের সাজা দেন আদালত। এরই ধারাবাহিকতায় ডিআইজি মিজানুর রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। এ ছাড়া এনামুল বাছিরের সাজা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে অপর রিভিশন আবেদনও দায়ের করা হয়।

আরও পড়ুন

×