আমার ক্ষমতা কমানো হয়েছে, ডানা কাটা হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান/ সংগৃহীত পুরোনো ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৮:০২
প্রকল্প অনুমোদনে ক্ষমতা কমানোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমার ক্ষমতা কমানো হয়েছে, আমার ডানা কাটা হয়েছে।’
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।
এত দিন কারিগরি প্রকল্পের খরচ যত টাকাই হোক না কেন, পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে প্রি-একনেক সভায় অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ক্ষমতা কমানো হয়।
এখন থেকে কোনো কারিগরি প্রকল্পের ব্যয় ৫০ কোটি টাকা ছাড়ালে তা পরিকল্পনামন্ত্রী অনুমোদন করতে পারবেন না। এ ধরনের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করতে হবে।