প্রতিটি মাদ্রাসা ভবনে থাকতে হবে ঠিকানা সম্বলিত সাইনবোর্ড

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৯:০১ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৯:০১
দেশের মাদ্রাসাগুলোতে নাম ঠিকানাসহ সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক কে. এম. রুহুল আমীন এই নির্দেশনায় সই করেন।
নির্দেশনায় বলা হয়, মাদ্রাসাগুলো পরিদর্শন অথবাা দাপ্তরিক প্রয়োজনে সঠিক অবস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের দিক-নির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদ্রাসায় তা দেখা যায় না। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।
এ কারণে দেশের সকল কামিল, কাজিল, আলিম, দাখিল, এবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশ পথে নাম-ঠিকানাসম্বলিত সাইনবোর্ড এবং বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম ঠিকানা সম্বলিত সাইনবোর্ড (বাংলায়) স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।