আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ মে ২০২২ | ০০:২৪
আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম) সারাবিশ্বে দিবসটি পালন করে। বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টায় জাদুঘর প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধান অতিথি থাকবেন। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য 'পাওয়ার অব মিউজিয়াম'।
আইসিওএমের বাংলাদেশের জাতীয় কমিটির চেয়ারপারসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, বাংলাদেশ প্রত্নতত্ত্বে সমৃদ্ধ হলেও উপস্থাপনা খুবই হতাশাজনক। কারণ, যারা এটি পরিচালনা করেন, তাদের পেশাদারিত্ব ও গবেষণার অভাব রয়েছে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দিবসটি পালনের মাধ্যমে জাদুঘরে নিদর্শন সংরক্ষণে অনুপ্রেরণা দেওয়া হয়।