ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তৃতির সম্ভাবনা

দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তৃতির সম্ভাবনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০০

দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শৈত্য অব্যাহত থাকতে পারে এবং এর বিস্তৃতিও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। খবর বাসসের

সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ইশ্বরদীতে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৭ ডিগ্রী সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, যশোর ও দিনাজপুরে ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রসঙ্গত, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ. সন্দ্বীপ, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুন

×