ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ডেঙ্গু নিয়ে আরও ৬৫ জন হাসপাতালে

ডেঙ্গু নিয়ে আরও ৬৫ জন হাসপাতালে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৯:৫৫ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৯:৫৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৪৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এক দিনের ব্যবধানে ঢাকার বাইরে এডিস মশাবাহী এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এ সংখ্যা বৃহস্পতিবার ছিল তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের মে মাসে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩, জুনে ৭৩৭ এবং জুলাই মাসে ১ হাজার ৪০৬। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন, জুনে মৃত্যু হয় একজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৩৬ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫৪ ও বাইরে ৮২ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত বুধবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন ২ হাজার ৪৯৫। তাঁদের মধ্যে রাজধানীতে ভর্তি হন ২ হাজার ১১৫ এবং বাইরে ৩৮০ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৫১ জন। তাঁদের মধ্যে ঢাকায় ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ৮৫৮ এবং বাইরে ২৯৩ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ঈদের ছুটিতে ডেঙ্গুর জীবাণু নিয়ে অনেকেই গ্রামে বেড়াতে যান। এতে সেসব এলাকায় এ রোগের বিস্তার হয়ে থাকতে পারে। এ কারণে আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে।

আরও পড়ুন

×