ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ঢাবি উপাচার্য আবারও এসিইউর কাউন্সিল মেম্বার

ঢাবি উপাচার্য আবারও এসিইউর কাউন্সিল মেম্বার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্বিতীয়বারের মতো 'অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)'-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার এসিইউর কাউন্সিল সভায় উপাচার্য আখতারুজ্জামান ভার্চুয়ালি অংশ নেন। তিনি নির্ধারিত আলোচ্য সূচি বিশেষ করে 'দি রোড টু ২০৩০', 'সেফগার্ডিং অ্যান্ড সিরিয়াস ইন্সিডেন্ট রিপোর্ট' এবং 'রিস্ক রেজিস্ট্রার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট পলিসি' নিয়ে মত দেন। তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ ও কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্ক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া আগামী ২৩ ও ২৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠেয় এসিইউর পরবর্তী কাউন্সিল সভায় যোগদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে উপাচার্য ২০১৯ সালের জুলাই মাসে তিন বছরের জন্য প্রথমবার এসিইউর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। কাউন্সিল মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এসিইউ কর্তৃপক্ষ তাঁকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে।

আরও পড়ুন

×