ঢাবি উপাচার্য আবারও এসিইউর কাউন্সিল মেম্বার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১০:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্বিতীয়বারের মতো 'অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)'-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে উপাচার্য ২০১৯ সালের জুলাই মাসে তিন বছরের জন্য প্রথমবার এসিইউর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। কাউন্সিল মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এসিইউ কর্তৃপক্ষ তাঁকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করে।
- বিষয় :
- ঢাবি উপাচার্য
- এসিইউ
- কাউন্সিল মেম্বার