ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

নতুন নতুন মাদকসহ রেয়ার সাঈদ গ্রেপ্তার

নতুন নতুন মাদকসহ রেয়ার সাঈদ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০০:৩৯ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০০:৪১

অপ্রচলিত ও নতুন বিভিন্ন মাদক বিক্রি এবং তাপ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তার কাছ থেকে বাংলাদেশে একেবারেই নতুন মাদক কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিলসহ অন্যান্য মাদক জব্দ করা হয়। একইসঙ্গে প্রায় তিন কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×