রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৮%
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০২:৫৪ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০২:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ইউনিটটিতে পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ ।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, দুপুরে ফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.ru.ac.bd) থেকে ফল দেখতে পারবেন।
গত ২৫ জুলাই এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে বিজ্ঞানের বিষয়গুলো রয়েছে। এই ইউনিটে এক হাজার ৫৫৮টি আসন রয়েছে।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়