একনেকে ৫-জির প্রস্তাব ফেরত
টেলিটককে আগে ৪-জি ভালোভাবে করতে বললেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৩:১৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৩:১৬
মোবাইল সেবাদাতা রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান টেলিটকের দ্রুতগতির ইন্টারনেট সেবা ৫-জি সংক্রান্ত একটি প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেলিটকের এখনও ৪-জি সেবা ভালোভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। সেবা শক্তিশালী নয়, নিরবচ্ছিন্ন নয়।
সংশ্লিস্টদের উদ্দেশে তিনি বলেন, আগে ৪-জি ভালোভাবে করেন, তারপর ৫-জি করা যাবে। পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে প্রকল্পটি এতটা জরুরি নয়।
একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সংযুক্ত হন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা এবং একনেকের অন্যান্য বিষয় তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এনইসি সম্মেলন কেন্দ্র-২ এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে-৫জি প্রযুক্তি চালুকরণ’ নামে প্রকল্পটিতে ব্যয় প্রস্তাব ছিল ২৩৭ কোটি টাকা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকল্পটির উদ্যোগ নেয়। প্রকল্পটি আপাতত ফেরত দেওয়ায় এ দিনের একনেক সিডিউল থেকে একটি প্রকল্প কমল। বাকি সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার আট কোটি টাকা।
- বিষয় :
- টেলিটক
- ইন্টারনেট
- ৫-জি
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- একনেক