ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৩৮৭

করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৩৮৭

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৭:২৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৭:২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার গতকালের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫৯৯৩ জন। এদের মধ্যে ২৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৩ জন রোগী। এই নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।

এদিকে নতুন শনাক্ত ৩৮৭ জনের মধ্যে ২২০ জনই ঢাকা জেলার বাসিন্দা। এ ছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলাতেই গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ধরা পড়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের বাসিন্দা, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা। 

whatsapp follow image

আরও পড়ুন

×