নর্থ সাউথের ২ ট্রাস্টির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৮:৪৭ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৯:৩০
বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই দুই ট্রাস্টি হলেন- এম এ কাশেম ও রেহানা রহমান।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ১৬ আগস্ট রুলের শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জরুল হক ও সাঈদ আহমেদ রাজা।
এর আগে গত ২২ মে দুই ট্রাস্টির আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে পুলিশে সোপর্দ করেন হাইকোর্ট। পরদিন বিচারিক আদালতে হাজির করা হলে সেখান থেকেও তাদের কারাগারে পাঠানো হয়।
গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।