ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন রোগী ৬৫
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৯:১১ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৯:১১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৫১ জন এবং ঢাকার বাইরে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন সারাদেশে ৩২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরের ৭৬ জন ভর্তি রয়েছেন।
এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার জানান, ঈদের ছুটিতে ডেঙ্গুর জীবাণু নিয়ে অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে যান। এতে ওই সব এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলেও জানান তিনি।