করোনাভাইরাসে এক দিনে তিনজনের মৃত্যু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৫:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৫:৫২
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৭ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে তিনজনের। এর আগের দিন ১৭৫ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করে এই ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৯ জনের মৃত্যু রয়েছে। এক দিনে ২৩৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
- বিষয় :
- করোনাভাইরাস
- মৃত্যু