বিএসআরএফ সদস্যদের জন্য গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৮:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৮:৫৮
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের জন্য গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি এবং বিএসআরএফ’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিএসআরএফ’র পক্ষে সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির পক্ষে উপ-ব্যবস্হাপনা পরিচালক (ডিএমডি) শাহাদাত হোসেন সোহাগ চুক্তিতে সাক্ষর করেন। চুক্তির আওতায় বিএসআরএফ সদস্যরা গ্রুপ বীমার সুবিধা পাবেন।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, বীমা চুক্তির বিষয়টি বিএসআরএফের জন্য যুগান্তকারী পদক্ষেপ। মানুষের জীবনে নানা ধরনের অনিশ্চয়তা থাকে। বীমা এই ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিতে পারে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জীবনেও বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। এই বীমা চুক্তির মাধ্যমে তারা নিজেদের কল্যাণে বড় একটি পদক্ষেপ নিলেন। আমি এই উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সরকারের নতুন অফিস সময়সূচির বিষয়ে ফরহাদ হোসেন বলেন, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সকাল ৮টা থেকে সরকারি অফিস শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। তবে এটি স্থায়ী কোনো সময়সূচি না। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে।