মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার দাবি এইচআরডব্লিউর

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২ | ১১:০৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২২ | ১১:০৫
বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের পুরস্কৃত করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির দাবি, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের পদোন্নতি দেওয়া ঠিক নয়। গত বুধবার সংস্থাটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়- বাংলাদেশ গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত। গত ৩০ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গত ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার।
বিদায়ী পুলিশপ্রধান বেনজীর আহমেদকেও মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণেও নিষেধাজ্ঞা ছিল। তবে বাংলাদেশ সরকার এ নিষেধাজ্ঞা সত্ত্বেও নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে অংশ নিতে তাকে প্রতিনিধি দলের সদস্য করে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া আরেক কর্মকর্তা কর্নেল খান মোহাম্মদ আজাদকে পুলিশ পদক দেওয়া হয়।