হেফাজত আমির হাসপাতালে ভর্তি

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১০:৫৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ১১:২১
চট্টগ্রাম থেকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীকে। তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিত্তথলিতে পাথরজনিত রোগে ভুগছেন। আগামীকাল মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হতে পারে।
কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এসব তথ্য জানিয়েছেন। সংগঠনের আমিরের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
গত ২৯ সেপ্টম্বর পেটে ব্যাথা নিয়ে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন ৮৮ বছর বসয়ী মুহিবুল্লাহ বাবুনগরী। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি গত বছরের আগস্ট থেকে হেফাজত আমিরের দায়িত্ব পালন করছেন।