ছাত্র অধিকারের ২৪ জনের রিমান্ড নামঞ্জুর
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ০০:২৪
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুর শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন।
গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিপরীতে আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, খাদেমুল ইসলামসহ কয়েকজন। শুনানি শেষে বিচারক রিমান্ডের সঙ্গে জামিনও নামঞ্জুর করেন।
২০ অক্টোবর আরেক মামলায় আদালত ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭ অক্টোবর বুয়েটে ছাত্রলীগ কর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের মৃত্যুর তৃতীয় বছরপূর্তি উপলক্ষে ঢাবির রাজু ভাস্কর্যের স্মরণসভায় হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আহত হন। পরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন শাহবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন।
- বিষয় :
- ছাত্র অধিকার পরিষদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়