ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

সচিব পর্যায়ে বড় পরিবর্তন হচ্ছে

সচিব পর্যায়ে বড় পরিবর্তন হচ্ছে

ফাইল ছবি।

বাহরাম খান

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৪:৩১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৪:৫১

সরকারের সচিব পর্যায়ে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। বদলি ও পদোন্নতির মাধ্যমে ৭টি দপ্তরে সচিব পদে এ পরিবর্তন হবে। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। 

জানা গেছে, শিল্প সচিব জাকিয়া সুলতানা তথ্য সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদ নিয়োগ পাবেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব হিসেবে। 

গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান জননিরাপত্তা সচিব হিসেবে বদলি হবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা সচিব পদোন্নতি পেয়ে একই জায়গায় পদায়িত হবেন।

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম নিয়োগ পেতে যাচ্ছেন নির্বাচন কমিশন সচিব পদে। 

এছাড়া, সিনিয়র সচিব পদে পদোন্নতি পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। 

whatsapp follow image

আরও পড়ুন

×