ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে গেলেন সেনাবাহিনী প্রধান

সৌদি আরবে গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:৪২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:৪৪

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরবে গেছেন।  বৃহস্পতিবার সৌদি ন্যাশনাল গেমস-২০২২-এর আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তিনি সৌদি আরবের রিয়াদ শহরে ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা উপভোগ করবেন। এর আগে তিনি অতিথিদের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এ সময় তিনি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন সেনাপ্রধান। আইএসপিআর।

whatsapp follow image

আরও পড়ুন

×