খুলনার ৬৩ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ০৭:৫৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ০৮:৪১
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে মারধর, হামলা ও ভাঙচুরের অভিযোগে করা তিন মামলায় দলটির ৬৩ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও শফিউল আলম মাহমুদ।
গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় দৌলতপুর থানায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এছাড়াও বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় অপর একটি মামলা করা হয়।
এই তিন মামলায় বিএনপির ৬৩ জন নেতাকর্মী আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন।
- বিষয় :
- হাইকোর্ট
- বিএনপি
- বিভাগীয় গণসমাবেশ