- বাংলাদেশ
- জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন ইসমাত আরা সাদেক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন ইসমাত আরা সাদেক

নবগঠিত মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দফতর বদল করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দীর্ঘ ১৭ বছর পর এ মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার নতুন মন্ত্রিসভার শপথের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমাত আরা। এর তিন দিনের মাথায় তার দফতর বদল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি। নতুন দফতরে তিনি কাজ করবেন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী নিজেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।