ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

প্রবীণ নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করেনি সরকার: এইচআরডব্লিউ

প্রবীণ নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করেনি সরকার: এইচআরডব্লিউ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০৮:০৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০৮:০৬

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকার নীতিমালা প্রণয়ন করলেও তা পুরোপুরি বাস্তবায় করতে পারেনি।

প্রবীণদের মানবাধিকার রক্ষাবিষয়ক জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ক্লাউডিয়া মালারের বাংলাদেশ সফর উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার প্রবীণ ব্যক্তিদের অধিকার উন্নীত করার জন্য আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। তবে কর্তৃপক্ষ এসব নির্দেশনার অনেকগুলোই পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ২০১৩ সালে সরকার প্রবীণ ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা তৈরি করে। এটি তৈরির পরে ২০১৫ সালে একটি আইনও প্রণয়ন করা হয়। তবে প্রায় এক দশকে এটি বাস্তবায়নের জন্য কোনো আইনি কাঠামো করা হয়নি। আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৬৫ বছরের বেশি জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; কিন্তু তা হয়নি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পেনশন কর্মসূচি বর্তমানে শুধু সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। তাঁরা জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। সরকার এ বছর একটি সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়নে আইন পাস করেছে। তবে তহবিল সংকটসহ নানা কারণে এটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশের বয়স্ক ভাতা পায় ৬৫ বছরের বেশি বয়সী মাত্র ৫৭ লাখ মানুষ। প্রতি মাসে তারা পায় মাত্র ৫০০ টাকা। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের বয়স ৬০ বছরের বেশি এবং তারা মোট জনসংখ্যার ৮ শতাংশ।

প্রবীণদের নানা সমস্যা সম্পর্কে জানতে গত ৭ নভেম্বর বাংলাদেশ সফরে এসেছেন ক্লাউডিয়া মালার। তিনি ২২ নভেম্বর পর্যন্ত এ দেশে অবস্থান করবেন।

মালার বলেছেন, 'বাংলাদেশে বয়স্ক জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা সমস্যা হয়ে উঠছে। ভবিষ্যতে এটা স্বাস্থ্য পরিষেবা, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে।' তিনি তার সফর সম্পর্কে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলবেন।

আরও পড়ুন

×