ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কেনাকাটার ক্ষমতা চান জেলার পুলিশ সুপাররা

কেনাকাটার ক্ষমতা চান জেলার পুলিশ সুপাররা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০০:৫৩

নিজেদের ইউনিটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই কেনার ক্ষমতা চেয়েছেন বিভিন্ন জেলার পুলিশ সুপার। তাঁরা বলেছেন, পুলিশের সেন্ট্রাল প্রকিউরমেন্ট সিস্টেমের মাধ্যমে কেনার বদলে তাঁরা নিজেরাই এসব কেনাকাটা করতে চান। বুধবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে তাঁরা এ দাবি জানান।

দুই দিনব্যাপী এ কনফারেন্স শুরু হয় মঙ্গলবার। এতে সব অতিরিক্ত আইজিপি, মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। কনফারেন্সে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশপ্রধান বলেন, রাজনৈতিক উত্তাপে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। যারা নাশকতা করতে পারে, তাদের ব্যাপারে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখাসহ (ডিবি) সব ইউনিটের সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশকে কাজ করার পরামর্শ দেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার হারুন-অর-রশিদ, ডিআইজি (টেলিকম) একেএম শহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×