ডেঙ্গু: এক মাস পর মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ৩৬৬

এডিস মশা দমনে ফগার মেশিনের ব্যবহার। ছবি- সমকাল।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:২৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:২৫
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৬ জন। তবে এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এতে এক মাসের বেশির সময় পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন কাটল। এর আগে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন ছিল ২৫ অক্টোবর।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় ২১০ ও ঢাকার বাইরে ১৫৬ জন রোগী আছেন। এ নিয়ে বর্তমানে সারা দেশে ১ হাজার ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ৮৪ ও ঢাকার বাইরে ৭৫৩ জন।
অক্টোবর মাসে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২১ হাজার ৯৩২ জন, যা বছরের মোট আক্রান্তের ৫৭ শতাংশ। এ মাসে মোট মৃত্যু ছিল ৮৬, যা বছরের মোট মৃত্যুর ৬০ শতাংশ।
এদিকে নভেম্বরের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৪৭২ জন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৭৮১ ও ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩১ জন।
বছরের শুরু থেকে আজ (২৮ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৬ হাজার ১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০ হাজার ৪৮১ জন।