ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, শনাক্ত ১২০ জন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, শনাক্ত ১২০ জন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৩ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৭ জন। চলতি বছর ৫৭ হাজার ৮৫৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ৮০৩ জন রাজধানী ঢাকায় এবং ২১ হাজার ৫৫ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৫ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৯ জন মারা গেছেন। তবে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮ জন এবং ঢাকার বাইরের ৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৫৪ জন এবং ঢাকার বাইরে ৭৭৩ জন। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৩৪ জন। এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা যান ৮৬ জন।

আরও পড়ুন

×