ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মধ্যরাতে বিআরটিসির বাসে কীভাবে আগুন

মধ্যরাতে বিআরটিসির বাসে কীভাবে আগুন

বিআরটিসির পুড়ে যাওয়া দ্বিতল বাসটি। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:০৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৯

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের আগে পুলিশের অভিযান, আগুন সন্ত্রাস ও গায়েবী মামলা নিয়ে নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, সেই সময়ে মধ্যরাতে রাষ্ট্রায়াত্ব পরিবহন সংস্থা বিআরটিসির একটি দ্বিতল বাস আগুনে পুড়েছে। বাসটিতে কীভাবে আগুন লাগে তা ঘটনার ১৮ ঘণ্টা পরও জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে মতিঝিল ডিপোর সামনে পার্ক করে রাখা বাসের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছে বিআরটিসি। সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, বাসটি মিরপুর ডিপোর। বৃস্পতিবার রাতে আরও সাতটি বাসের সঙ্গে মতিঝিলের পূবালী পেট্রোল পাম্পের সামনে পার্ক করা ছিল। দুইজন নিরাপত্তা রক্ষী ছিল। তারা রাত তিনটার দিকে আগুন লাগার ঘটনা জানায়। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়। বাসটির ৭০ থেকে ৮০ ভাগ পুড়েছে।।

বাসটিতে কীভাবে আগুন লেগেছে- তা জানাতে পারেননি বিআরটিসি চেয়ারম্যান। নাশকতা নাকি দুর্ঘটনার আগুন- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘কারণ উদঘাটনে বিআরটিসির মহাব্যবস্থাপক (কারিগরি) মেজর মোহাম্মদ জাহাঙ্গী হোসেন আজাদকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। পুলিশও তদন্ত করছে।’

এদিকে বিআরটিসির বাসে আগুনের ঘটনাকে বিএনপির আগুন সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার বলেছেন, ‘শুরু হয়ে গেছে...। তারা আগাম জানান দিচ্ছে যে, তারা সন্ত্রাস করবে। ১০ ডিসেমম্বর সামনে রেখে তারা জানান দিল, তারা সন্ত্রাস করবে। আবারও আগুন সন্ত্রাস ফিরে আসছে।’

বিআরটিসির মতিঝিল ডিপো সূত্র জানা যায়, আটটি বাস রাস্তায় দুই সারিতে পার্ক করা ছিল। নিরাপত্তারক্ষীরা মশার উৎপাত থেকে বাঁচতে দুইটি ভিন্ন বাসের ভেতরে ছিলেন। বিশ্বকাপ ফুটবল ম্যাচের কারণে সে সময়ে রাস্তায় কিছু লোকের চলাচল ও হইচই ছিল। কিন্তু নিরাপত্তা রক্ষীরা কাউকে আগুন দিতে দেখেননি। বাসের দরজা তালাবদ্ধ ছিল। দোতালার সব জানালাও বন্ধ ছিল। দরজা জানালা না ভেঙে দোতলায় উঠে বাসের ভেতরে আগুন দেওয়া অসম্ভব। ডিপোর প্রধান ফটকের সিসি ক্যামেরায় কাউকে আগুন দিতে দেখা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন

×