সিলেট রয়েল হোমসের প্রকল্প বাস্তবায়নে বাধা নেই

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:১৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:১৩
সিলেটের রয়েল হোমস লিমিটেডের 'রয়েল সিটি' আবাসন প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা দেওয়ানি আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পর্যবেক্ষণে আবাসন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো মানা হচ্ছে কিনা, তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট আবাসন প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানির পরিবেশগত ছাড়পত্রের শর্ত কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গত রোববার এ রায় দেন। এর ফলে রয়েল সিটির আবাসন প্রকল্প বাস্তবায়নে কোনো আইনি বাধা রইল না।আদালতে রয়েল হোমস লিমিটেডের পক্ষে আইনজীবী ড. মাহবুব মোরশেদ ও বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
মাহবুব মোরশেদ সাংবাদিকদের জানান, ২০০৯ সালে বেলার বিরুদ্ধে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কুরি, ভারেরা, মেদী ও লোহাজুরি বিলের কিছু অংশ ভরাটের অভিযোগ ওঠে। বিলের জমিতে রয়েল হোমসের 'রয়েল সিটি' এবং দক্ষিণ সুরমা সিটির 'সোনারগাঁ আবাসিক এলাকা' আবাসন প্রকল্প গড়ারও অভিযোগ রয়েছে।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্নিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জনস্বার্থে মামলা হয়। পরে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আবাসন কোম্পানিগুলোকে পরিবেশগত ছাড়পত্রের শর্ত পূরণের নির্দেশ দেন হাইকোর্ট। তা না করলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এর পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বেলা ২০১৭ সালে সিভিল আপিল করে। গত ১১ ডিসেম্বর আপিল বিভাগ আবাসিক কোম্পানিগুলোকে পরিবেশগত ছাড়পত্রের শর্ত কঠোরভাবে মানার নির্দেশ দেন। ছাড়পত্রের শর্ত ঠিক আছে কিনা, তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ২০১৯ সালের ১৭ অক্টোবর রয়েল সিটি আবাসন প্রকল্পের ছাড়পত্র দেয়, যার মেয়াদ ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
- বিষয় :
- রয়েল হোমস লিমিটেড
- রয়েল সিটি