৫৭০ সমাজসেবা কর্মকর্তা পেলেন মোটরসাইকেল
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:০৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:০৯
তৃণমূল পর্যায়ে ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তা মোটরসাইকেল পেয়েছেন। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের এক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।
প্রান্তিক পর্যায়ে সামাজিক সুরক্ষা সেবা মানুষের দোরগোড়ায দ্রুত পৌঁছে দিতে ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)’ প্রকল্প থেকে এসব মোটরসাইকেল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখা বাড়ানো হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে দ্রুত সেবা দিতে সমাজসেবা কর্মকর্তাদের মোটর সাইকেল দেওয়া হয়েছে। এটি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে।