ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর

জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর

অধ্যাপক মো. আইনুল ইসলাম সভাপতি এবং অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন

জবি প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:৪১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অধ্যাপক মো. আইনুল ইসলাম সভাপতি এবং অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার বিকেলে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আব্দুল আলীম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫০৫ জন ভোট প্রদান করেন। 

সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আইনুল ইসলাম ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক মো. শাহজাহান পেয়েছেন ২০৯ ভোট। 

রসায়ন বিভাগের অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান ৩৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ ১৬৭ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী পরিষদে গণিত বিভাগের অধ্যাপক মো. সরোয়ার আলম সহ-সভাপতি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিরাজ হোসেন কোষাধ্যক্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম গোলাম আদম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান, ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মালেক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, প্ৰাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার বিজয়ী হয়েছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×