ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পিএসসির সদস্য সংখ্যা ২০ করার সুপারিশ

পিএসসির সদস্য সংখ্যা ২০ করার সুপারিশ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:০৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:০৩

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে সংসদে উত্থাপিত খসড়া আইনে ১৫ সদস্যের স্থলে এই সংখ্যা ২০ জন করার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া কর্ম কমিশন সচিবালয় গঠনের বিষয়টি আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করতে বলেছে কমিটি।

পরিবর্তিত এসব বিধান যুক্ত করে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল ২০২২' বিষয়ে সংসদের অধিবেশনে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশ নেন।

পিএসসির সদস্য ২০ জন করার যৌক্তিকতা তুলে ধরে সংসদীয় কমিটি বলেছে, সরকারি কর্ম কমিশনের ১২ গ্রেড ও তার ওপরে (ক্যাডার ও নন-ক্যাডার) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় প্রাক বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, ফল প্রস্তুত ও ফল প্রকাশে দীর্ঘ সময় লেগে যায়। এ ছাড়া নিয়োগবিধি ও কর্মের শর্তাবলি বিষয়ে কমিশন পরামর্শ দেওয়ার কাজ করে থাকে। বর্তমান সদস্যদের পক্ষে যথাসময়ে পরামর্শ দেওয়া প্রায়ই সম্ভব হয় না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বাংলাদেশ সংবিধান কর্তৃক অর্পিত দায়িত্ব যথা সময়ে সম্পাদনের জন্য কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

কমিশন সচিবালয় গঠনের বিষয়টি আইনি কাঠামোতে আনার যুক্তি হিসেবে কমিটি বলেছে, কমিশন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি আইনে উল্লেখ না থাকায় কাজ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। কমিটি সংসদে উত্থাপিত আইনে নতুন একটি ধারা যুক্ত করে আইন ও বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়ার কথাও বলেছে। তারা বলেছে, আইনের ব্যাখ্যা, কমিশনের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য বিধি প্রণয়নের ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা দরকার।

এদিকে জমির মৌজা রেট নির্ধারণে দলিলের গড় মূল্যের ওপর ভিত্তি না করে সরেজমিন পরিদর্শন করে গুচ্ছভিত্তিক জমির মূল্য নির্ধারণের বিষয়ে মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সংসদীয় কমিটির আগামী বৈঠকে তা উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×