ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৪৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৪৫

ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঢাকার ৩০ কলেজ থেকে ৪০টি দল নিয়ে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রতিযোগিতার বিষয় ছিল 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ: গ্রামার অ্যান্ড ভোকাবুলারি স্কিলস'। এতে মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল, টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বুধবার সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইংরেজি বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

কুইজ প্রতিযোগিতায় দলভিত্তিক প্রথম স্থান অর্জন করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তাসিন রায়হান ত্রিমা, উম্মে ফাতেমা রায়া ও নৌশিন আনজুম মজুমদার। দ্বিতীয় স্থান অধিকারী একই কলেজের শিক্ষার্থী তাসনোভা জান্নাত, ফৌজিয়া তানজিম ও আফরিদা হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আজরাফ মাহি, বিসমিহা আরহাম ও হাবিবা হাসান রাফিয়া। তাঁদের হাতে চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক সমকালের পক্ষে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফরিদুল ইসলাম ও সেলস অ্যান্ড মার্কেটিং এজিএম গৌতম কুমার মণ্ডল।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিওনা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জি এম কামরুল হাসান। বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পরামর্শক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী আশফাক আহমেদ ও রেজিস্ট্রার রুহুল আমিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনার শাহনাজ আক্তার স্বাগত বক্তব্য দেন।



whatsapp follow image

আরও পড়ুন

×