ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

শহীদ শাহজাহান সিরাজ (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:১৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২২:৩০

১৯৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের নেতা শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সালেহ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শাহজাহান সিরাজের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটলেও প্রকৃত অর্থে দেশে যথার্থ গণতান্ত্রিক ব্যবস্থা আজও প্রতিষ্ঠিত হয়নি। দেশের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে যথাযথ মর্যাদায় শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুদিবস পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন- নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুম মূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, সরদার ফারুক, রাগিব আহসান মুন্না, রুহিন হোসেন প্রিন্স, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২২-২৩ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদ ও শোষণ-বৈষম্যমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ((স্কপ) ৪৮ ঘণ্টা ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের সমর্থনে ছাত্রসংগ্রাম পরিষদ দেশব্যাপী মিছিল মিটিংয়ের ডাক দেয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো আহুত ধর্মঘটকে সফল করার আহবান জানায়।শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট হরতালে রূপ নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাজলার গেটে যখন সমবেত হচ্ছিল, তখন ছিল পুরো রাজশাহী শহর জুড়ে থমথমে অবস্থা। রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তৎকালীন বিডিআর-এর অবস্থান। অসীম সাহসী ছাত্ররা নেতৃবৃন্দের আহবানে মিছিল নিয়ে শহরের দিকে এগুতে চাইলে বিডিআর মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রনেতা শাজাহান সিরাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সামরিক শাসনবিরোধী আন্দোলনে শত শহীদের তালিকায় যুক্ত হয় আরেক মৃত্যুহীন নাম-শাহজাহান সিরাজ। অত্যন্ত সাধারণ পরিবার থেকে আসা, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় বিশ্বাসী একজন দৃঢ় সংগঠক সেদিন অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সামরিক শাসনের বিরুদ্ধে। 


whatsapp follow image

আরও পড়ুন

×