মেট্রোরেলের এমআরটি পাস পাওয়া যাবে কীভাবে?

মেট্রোরেল/ ছবি- সংগৃহীত।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৬
যারা মেট্রোরেলে যাতায়াতের জন্য বারবার টিকিট কাটতে চান না, তাদের জন্য আছে এমআরটি পাস কার্ড। এই কার্ডে টাকা ভরে যতবার খুশি যাতায়াত করা যাবে। কার্ডের মেয়াদ ১০ বছর।
খরচ কত?
এমআরটি কার্ড নিতে লাগবে মাত্র ৫০০ টাকা। এরমধ্যে ২০০ টাকা কার্ডের জামানত। বাকি ৩০০ টাকা ব্যালেন্স, যা দিয়ে ট্রেনে চড়া যাবে। জামানতের ২০০ টাকা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে।
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।
পাওয়া যাবে কীভাবে?
কার্ড করতে প্রথমে ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (dmtcl.gov.bd) থেকে একটি ফরম ডাউনলোড করতে হবে। সেটি পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এই কার্ড।
আপাতত বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এমআরটি পাস দেওয়া হচ্ছে।
রিচার্জ করবেন যেভাবে
কার্ডে টাকা রিচার্জ করা যাবে টিকিট কাউন্টার থেকে। এ ছাড়া টিকিট বিক্রির মেশিনে টপ আপ অপশনে গিয়েও রিচার্জ করা যাবে।
- বিষয় :
- মেট্রোরেল
- এমআরটি পাস
- এমআরটি কার্ড
- ডিএমটিসিএল