৩১তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাইম ও মো. শিবলী সাদিক (ডানে)- ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৫:০২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৫:০২
৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাইম। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তরের উপপরিচালক পদে কর্মরত। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিবলী সাদিক। তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে কর্মরত আছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল- মুঈদ।
শনিবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে ৩১তম বিসিএস প্রশাসন ব্যাচের সদস্যদের উপস্থিতিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পাঁচ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
উল্লেখ্য, ৩১তম বিসিএস (প্রশাসন) ব্যাচ ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে দায়িত্ব পালন করছেন।