রকেট তৈরির ধারণা দিয়ে জিতলেন দেড় কোটি টাকা

রাজধানীর বিএএফ শাহীন হলে বুধবার 'রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২' প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ০৬:৪২
দেশে রকেট তৈরির ধারণা দিয়ে দুই উদ্ভাবক জিতে নিয়েছেন দেড় কোটি টাকা। এটুআই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) আয়োজিত 'রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২' শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছেন আজাদুল হক এবং নাহিয়ান আল রহমান অলি। আজাদুল হক রকেট তৈরিতে 'ব্রিজ টু বাংলাদেশ' শীর্ষক ধারণা দিয়ে জিতে নেন এক কোটি টাকা। উদ্ভাবক নাহিয়ান আল রহমান অলি 'ধূমকেতু এক্স' শীর্ষক ধারণা দিয়েছেন। তিনি জিতে নেন ৫০ লাখ টাকা। তাঁরা এ অর্থ রকেট নিয়ে গবেষণা ও তৈরিতে বিনিয়োগ করবেন।
গতকাল রাজধানীর বিএএফ শাহীন হলে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, রকেট নির্মাণ-উৎক্ষেপণ, উড্ডয়ন-পরীক্ষণ, গবেষণা-উন্নয়ন এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে আগ্রহ বৃদ্ধি এবং দেশে রকেট্রি ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ২৫ আগস্ট থেকে 'রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২'-এ অংশগ্রহণের জন্য আইডিয়া জমা নেওয়া শুরু হয়। প্রতিযোগিতায় সারাদেশ থেকে আসা ১২৪টি উদ্ভাবনী আইডিয়া থেকে প্রাথমিক যাচাই-বাছাই, বুটক্যাম্প, গ্রুমিং এবং কারিগরি মূল্যায়ন শেষে বিচারকরা দুটি আইডিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করেন।
উদ্ভাবক আজাদুল হক বলেন, পুরস্কারের অর্থে তিনি দেশে মডেল রকেট উৎক্ষেপণের জন্য ইকোসিস্টেম বা সার্টিফিকেশন প্রক্রিয়া তৈরির পাশাপাশি রকেট্রি গবেষণা ও উন্নয়নে সংবেদনশীল এবং নিয়ন্ত্রিত ক্ষেত্র তৈরি করবেন। নাহিয়ান আল রহমান অলি ধূমকেতু ০.১ নামে পরীক্ষামূলক রকেটের নকশা উপস্থাপন করেন। প্রোটোটাইপ এ রকেট উৎক্ষেপণ এবং নিয়ন্ত্রণে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ১০ হাজার ফুট থেকে ৩০ হাজার ফুট দূরের বায়ুম ল পর্যবেক্ষণ করতে সক্ষম। তাঁর বিশ্বাস, এটি দেশের মহাকাশ প্রযুক্তির যাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মহাকাশ গবেষণায় উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ২০১৯ সালে প্রতিষ্ঠা করে বিএসএমআরএএইউ।
এ ছাড়া মহাকাশ গবেষণায় দেশীয় সক্ষমতা অর্জনে দক্ষ ও পেশাদার মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে ল্যাবরেটরি প্রতিষ্ঠার কার্যক্রমও চলমান। আগামী মার্চের মধ্যে উড্ডয়নের অপেক্ষায় বাংলাদেশে তৈরি প্রথম রকেট।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন হলে আমরা প্রতি রাউন্ডে পাঁচ কোটি টাকা পর্যন্ত তহবিল দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে বিএসএমআরএএইউ উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম, বিএসএমআরএএইউ-এর উপ-উপাচার্য এয়ার কমডোর এটিএম হাবিবুর রহমান, এটুআই-এর প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।