ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণের অভিযোগে মামলায় সাংবাদিকের জামিন

ধর্ষণের অভিযোগে মামলায় সাংবাদিকের জামিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:২৩

বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একটি বেসরকারি টেলিভিশনের প্রধান প্রতিবেদক এহসান জুয়েলকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল শোয়েব মো. মুহিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির করা আবেদনের শুনানি নিয়ে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। পরে আসামিকে ঢাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে।

গত ১৩ ফেব্রুয়ারি বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

আরও পড়ুন

×