ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উড্ডয়নের আগে বেজে উঠল বিমানের ‘এক্সিট অ্যালার্ম’

উড্ডয়নের আগে বেজে উঠল বিমানের ‘এক্সিট অ্যালার্ম’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:০০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৫৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ইমার্জেন্সি এক্সিটের (জরুরি নির্গমন পথ) অ্যালার্ম বেজে ওঠার ঘটনা ঘটেছে। এর ফলে কলকাতা বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইটটি নির্ধারিত সময় উড়তে পারেনি।

গতকাল বুধবার রাতে বিমানের ঢাকাগামী বিজি-৩৯৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ বলছে, বিমানের টেকনিক্যাল সমস্যার কারণে এ ঘটনা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিমানের ওই ফ্লাইটটিতে নারী ও শিশুসহ ১৬৩ যাত্রী ছিলেন। কারিগরি ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে বিজি-৩৯৬ ফ্লাইটটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কলকাতা থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এজন্য ফ্লাইটটি নির্ধারিত সময় না ছেড়ে কিছুটা বিলম্বে ঢাকায় এসে পৌঁছায়। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি ঠিকমতোই টার্মিনাল ভবন থেকে রানওয়ের দিকে গিয়েছিল। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের ইমার্জেন্সি এক্সিটের অ্যালার্ম বেজে ওঠে। এরপর রানওয়েতে থাকা অবস্থায় বিমানের পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং ধীরে ধীরে রানওয়ে থেকে সরে উড়োজাহাজটিকে টার্মিনালের দিকে নিয়ে যান।

এদিকে উড়োজাহাজের ইমার্জেন্সি এক্সিট আসলেই খোলা ছিল নাকি এটা ফলস অ্যালার্ম ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাইলট এবং বিমানের ইঞ্জিনিয়ারিং টিম বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সমকালকে বলেন, কলকাতা থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে টেকনিক্যাল সমস্যা ছিল। এ কারণে ফ্লাইটটি বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দরজা খোলার কোনো ঘটনাই ঘটেনি।

আরও পড়ুন

×