ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পরিবেশকর্মী সানোয়ার হোসেন আর নেই

পরিবেশকর্মী সানোয়ার হোসেন আর নেই

এম সানোয়ার হোসেন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:৩৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:৪৩

পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ পউসের সভাপতি এম সানোয়ার হোসেন (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তিনি দুই ছেলে রেখে গেছেন।

সোমবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল ফজল জামে মসজিদে এম সানোয়ার হোসেনের প্রথম জানাজা হয়। রাতে নিজ বাড়ি পাবনার বেড়া উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সানোয়ার হোসেন ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের হ্যারিস ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি করেন। এম সানোয়ার হোসেন ১৯৯০ সাল থেকে পরিবেশের উন্নয়ন ও টেকসই সমাজ বিনির্মাণে কাজ করেছেন। পরিবেশবিষয়ক তাঁর বেশ কয়েকটি প্রকাশনাও আছে। দেশে ও আন্তর্জাতিক জার্নালে তাঁর নিবন্ধ প্রকাশিত হয়। ২০১১-১৪ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) জাতীয় কমিটির নেতৃত্ব দিয়েছেন। আইইউসিএনের সব কংগ্রেসে তিনি অংশ নেন। ১৯৯৭ সাল থেকে তিনি রামসার কেন্দ্র জাপানের সদস্য।

আরও পড়ুন

×