ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আলোচনার পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখবে ঐক্য পরিষদ

আলোচনার পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখবে ঐক্য পরিষদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৪:৪০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৪:৪০

সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব সাত দফা অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনও অব্যাহত রাখবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সোমবার রাজধানীর পুরানা পল্টনে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এ সময় আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগে আগামী মে ও জুন মাসে কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা, আটটি বিভাগীয় প্রতিনিধি সভা, সুশীল সমাজসহ সমমনা বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, কেন্দ্রীয় নেতা কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জয়ন্তী রায়, তাপস কুমার পাল, কিশোর রঞ্জন মণ্ডল, সুখেন্দু শেখর বৈদ্য, সাগর হালদার, দীপংকর ঘোষ, পদ্মাবতী দেবী, তিলক গোস্বামী প্রমুখ।

আরও পড়ুন

×