ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক এমপি ঝুমুর মানহানির মামলায় চারজনের কারাদণ্ড

সাবেক এমপি ঝুমুর মানহানির মামলায় চারজনের কারাদণ্ড

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ১৪:৫৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ১৪:৫৬

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আসমা জেরিন ঝুমুর করা মানহানির মামলায় চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন– সাহিদ ভাসানী, মো. আসাদুজ্জামান, নাসির ভাসানী ও শুকুর ভাসানী। রায়ের পর তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০২২ সালের ১ মার্চ হাতিরঝিল থানায় মামলাটি করেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু। 

এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের সামনে ‘৪ নম্বর নিউ ইস্কাটন রোড ফকির মাহমুদ ওয়াক্ফ এস্টেটের জমি জবরদখলকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা ঝুমুর বিচার চাই’ শিরোনামে ব্যানার টানিয়ে মানববন্ধন করেন আসামিরা। তাতে বাদীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। 

গত বছর ৩০ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। বিচার চলাকালে পাঁচ সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, নিউ ইস্কাটনের ফকির মাহমুদ ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি উদ্ধারের দাবিতে এলাকাবাসী ২০২২ সালে মানববন্ধন করেন। আসামিরা ফকির মাহমুদের বংশধর।

আরও পড়ুন

×