ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বাংলাদেশ থেকে আলু নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে আলু নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে আলুর নমুনা জাপানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১২:০২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১২:০২

বাংলাদেশে উৎপাদিত ভ্যালেন্সিয়া জাতের আলু প্রক্রিয়াজাতকরণ ও আমদানিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি কোম্পানি। নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতটি দেশে এসিআই কোম্পানি প্রচলন করেছে। 

বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান সফররত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে জাপানি কোম্পানির শীর্ষ কর্মকর্তা সেইয়া কাদৌ সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। এসময় এসিআই এগ্রিবিজনেসের সভাপতি এফএইচ আনসারী উপস্থিত ছিলেন। 

কৃষিমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত আলুর চাহিদা বিদেশে অনেক কম। সেজন্য রপ্তানিযোগ্য ও শিল্পে ব্যবহার উপযোগী আলুর জাত সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারিভাবে বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে অনেকগুলো উন্নত জাত এনে কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে।

তিনি বলেন, আলুকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করে বেসরকারিভাবে উন্নত জাত আনা সহজ করা হয়। এ ঘোষণার পর থেকে বেসরকারিভাবেও আলুর অনেক উন্নত জাত দেশে এসেছে। এতে আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা জাপানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে বলে জানান জাপানি কোম্পানীর শীর্ষ কর্মকর্তা সেইয়া কাদৌ। এ জাতের আলু মানসম্পন্ন ও সুস্বাদু বলে তিনি কৃষিমন্ত্রীকে জানান।

আরও পড়ুন

×