ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, নতুন নিয়মে হবে চারুকলার পরীক্ষা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকরা। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:০৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা আজ শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে। এবার নতুন নিয়মে চারুকলার বহুনির্বাচনী (সাধারণ জ্ঞান) এবং অঙ্কন পরীক্ষা একই সঙ্গে নেওয়া হবে। এর আগে সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী সময়ে অঙ্কন পরীক্ষায় অংশ নিতে পারতেন।
আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই ইউনিটের পরীক্ষা হবে। এতে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। বহুনির্বাচনীর জন্য ৪০ নম্বর এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ নম্বর থাকবে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে পর্যন্ত। একই সঙ্গে ভর্তিচ্ছুর সিট প্ল্যানও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৯৭ জন। এ অনুসারে প্রতি আসনে লড়বেন ৫৪ জন।
এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এই তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- চারুকলা
- ভর্তি পরীক্ষা