ছবিতে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
চিরন্দ্রিায় শায়িত হয়েছেন দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে জাতীয় প্রেস ক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও সমকাল কার্যালয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রেস ক্লাবে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা।
কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের শেষ শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
কেন্দ্রীয় শহীদ মিনারে সমকাল সম্পাদককে শেষ শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
গোলাম সারওয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শহীদ মিনারে সমকাল সম্পাদকের প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের শ্রদ্ধা।
সমকাল সম্পাদককে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।গোলাম সারওয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
সমকাল সম্পাদককে শহীম মিনারে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রতিমন্ত্রী তারনা হালিম।
গোলাম সারওয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও উপ-প্রেস সচিব আশারফুল আলম খোকন।সমকাল সম্পাদকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সমকাল সম্পাদককে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা জানান।
বাংলাদেশে প্রস কাউন্সিলের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা।
সরকারি বার্তা সংস্থা বাসসের পক্ষ থেকে সমকাল সম্পাদককে শেষ শ্রদ্ধা।
জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে গোলাম সারওয়ারকে শেষবারের মতো তেজগাঁওয়ে তার প্রিয়
কর্মস্থল সমকাল কার্যালয়ে নেওয়া হলে সমকাল পরিবারের সদস্যরা প্রিয়
অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারকে শেষ শ্রদ্ধা জানান নৌ পুলিশ প্রধান ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান।ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা।
গোলাম সারওয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কবিতা পরিষদের শেষ শ্রদ্ধা।
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সমকাল সম্পাদককে শেষ শ্রদ্ধা। সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে শহীদ মিনারে গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা।