মেয়র গিয়ে দেখলেন অবৈধ পার্কিং নেই

সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮ | ১৪:৫৪
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৫ সালে দখলমুক্ত করে একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন। তার মৃত্যুর পর সড়কটির নাম আনিসুল হক সড়ক নামকরণ করে ডিএনসিসি। কিন্তু মাঝেমাঝেই রাস্তাটিতে পুরনো চেহেরা ফিরে আসে।
রোববার ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা গিয়ে দেখতে পান রাস্তাটি দখলমুক্তই রয়েছে। অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কোনো দৃশ্য নেই। জানা গেছে, মেয়রের আগমনের খবর পেয়ে চালকরা আগে থেকেই রাস্তা থেকে ট্রাক-কাভার্ডভ্যানগুলো অনত্র সরিয়ে ফেলেছেন।
এদিন রাস্তা পরিদর্শন শেষে সেখানে এক সভায় প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, ঢাকা শহরকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হকের মতো একজন যোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। মেয়র নির্বাচিত হওয়ার পর জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আনিসুল হক ওই সড়কটি ট্রাক-কাভার্ডভ্যান মুক্ত করেছিলেন। ভবিষ্যতেও ডিএনসিসি সড়কটি জনগণের চলাচলের জন্য দখলমুক্ত রাখবে। পাশাপাশি আনিসুল হক যেসব উদ্যোগ নিয়েছিলেন পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে।
সভায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমিতির নেতাদের উদ্দেশে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, এই সড়কটি যেন আবার ট্রাক-কাভার্ডভ্যানের দখলে চলে না যায়। জবাবে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তালুকদার মো. মনির জানান, সড়কটি দখলমুক্ত রাখতে ট্রাক কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ওই এলাকায় একটি বহুতল ট্রাক-কাভার্ডভ্যান টার্মিনাল নির্মাণের দাবি জানান।
এ সময় কাউন্সিলর জাকির হোসেন, শফি উল্লাহ, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডিএনসিসি প্যানেল মেয়র
- অবৈধ পার্কিং
- রাজধানী