ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গ্যাস বিল বাবদ তিতাসের পাওনা ৬ হাজার ৭০১ কোটি টাকা

গ্যাস বিল বাবদ তিতাসের পাওনা ৬ হাজার ৭০১ কোটি টাকা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৪:৩১ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৪:৩১

সরকারি ও বেসরকারি বিভিন্ন গ্রাহকের কাছে গ্যাস বিল বাবদ ৬ হাজার ৭০১ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার তিতাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুন অর রশিদ মোল্লাহ এ তথ্য জানান।

তিতাস এমডি জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাস বিক্রি বাবদ ৬ হাজার ৭০১ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ৬৫৭ কোটি টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৫ হাজার ৪৪ কোটি টাকা বকেয়া রয়েছে।

এদিকে তিতাস গ্যাসে এখন আর কোনো চিহ্নিত অবৈধ সংযোগ নেই বলে দাবি করেছেন সংস্থাটির এমডি।

হারুন অর রশিদ জানান, গত ২১ মাসে সারাদেশে অভিযান চালিয়ে ৬ লাখ ২ হাজার ৮৮৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে, যার মোট দৈর্ঘ্য ৬৬৮ কিলোমিটার। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২৮ হাজার ৩৯৮টি অভিযানে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও জানান, ২৮ হাজার ৩৯৮টি অভিযান পরিচালনায় ব্যয় হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। এ সময় ৩১২ কোটি টাকার বেশি বিল আদায় করা হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে ৯১ কোটি ২৫ কোটি টাকা।

আরও পড়ুন

×